WB job 2024 : স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে চাকরি! বেতন ২৭ হাজার! এখনি আবেদন করুন!

Published On:

WB job 2024: স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের যোগ্য ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে কোন পদে নিয়োগ, যোগ্যতা কি?, বেতন কেমন, কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে আলোচনা করা হলো।

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে (WB job 2024) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিম্ন লিখিত পদ গুলির জন্যে কর্মী নিয়োগ চলছে। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত

পদের নাম – ১) District Co-Ordinator, 2) Additional District Co-Ordinator এবং Data Entry Operator এই পদ গুলিতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

1) District Co-Ordinator :

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য,আবেদনকারীকে পোস্ট গ্রাজুয়েট হতে হবে।

বয়স – বয়স নূন্যতম 30 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে।

বেতনক্রম – মাসিক 27000 টাকা দেওয়া হবে প্রতি মাসে।

2) Assistant District Coordinator:

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য,আবেদনকারীকে সিভিল ইঞ্জিনয়ারিং এ
ডিপ্লোমা করা থাকতে হবে।

বয়স – বয়স নূন্যতম 25 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে। অবধি।

বেতনক্রম – মাসিক 24000 টাকা দেওয়া হবে প্রতি মাসে

3) Data Entry Operator (WB job 2024):


শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য,আবেদনকারীকে গ্র্যাজুয়েট হতে হবে সাথে কম্পিউটার কোর্স করে থাকতে হবে সাথে টাইপিং এ দক্ষ হতে হবে।

বয়স – বয়স নূন্যতম 18 বছর থেকে 37 বছর বয়সের মধ্যে। অবধি।

বেতনক্রম – মাসিক 11 হাজার 990 টাকা দেওয়া হবে প্রতি মাসে

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের এই সকল পদে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পরে নিন।

স্বচ্ছ ভারত প্রকল্পের অন্তর্গত District Co-Ordinator, Additional District Co-Ordinator and Data Entry Operator এই সমস্ত পদে আবেদন অফলাইনে করতে হবে।এরজন্য আবেদনকারীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করেনিতে হবে । তারপরে তা সঠিকভাবে ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস x-rox কপি সহকারে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার পোস্টের মাধ্যমে অথবা নিজে গিয়ে জমা করে আসতে হবে।

আবেদন পত্র টি নিম্নলিখিত ঠিকানা গুলির যেকোনো একটিতে পাঠাতে বা নিজে গিয়ে জমা করে আসতে পারেন।

ঠিকানা গুলি হলো –

  1. এডিএম (জেনারেল) কালিম্পং অফিস
  2. প্রকল্প পরিচালক, ডিআরডিসি, লোইস জুবিলি কমপ্লেক্স, দার্জিলিং
  3. ব্লক ডেভেলপমেন্ট অফিস, কালিম্পং আই ব্লক
  4. ব্লক উন্নয়ন অফিস, লাভা ব্লক
  5. ব্লক উন্নয়ন অফিস, পেডং ব্লক
  6. ব্লক উন্নয়ন অফিস, গোরুবাথান ব্লক

আবেদন পত্র পৌঁছানোর শেষ তারিখ 15/02/2024।

নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad