WB medical staff recruitment 2024: রাজ্যে বিনা পরীক্ষায় মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ!

Published On:

WB medical staff recruitment 2024: এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্যে সুখবর! রাজ্য সরকারের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির চিফ মেডিকেল অফিসারের অফিসের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো।

আজকের প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন কোন ট্রেডে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা কি, বয়স কত, বেতন দেওয়া হবে কত ইত্যাদি বিষয় আলোচনা করা হলো। রাজ্যের যেকোনো জেলার যোগ্য ছেলে মেয়েরা আবেদন করতে পারবে।WB medical staff recruitment 2024

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির চিফ মেডিকেল অফিসারের অফিসের মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেকোনো ভারতীয় তথা রাজ্যের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- স্টাফ নার্স।

আরো পড়ুন: এবার রাজ্যের বিডিও অফিসে কর্মী নিয়োগ!

শূন্য পদের সংখ্যা – 6 টা ( SC – 4, OBC-A 2)

শিক্ষাগত যোগ্যতা – এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM training করা থাকতে হবে। নার্সিং কাউন্সিলের রেজিষ্টার হতে হবে।WB medical staff recruitment 2024

বয়স – এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 01/01/2024 তারিখ অনুযায়ী 40 বছর বা তার কম।

বেতন : উল্লেখিত পদের ক্ষেত্রে সফল ভাবে কর্মরত প্রার্থীদের মাসিক 25000 টাকা দেওয়া হবে।

পদের নাম- মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি।

শূন্য পদের সংখ্যা – 10 টা ( SC – 4, OBC-A 2)

শিক্ষাগত যোগ্যতা – এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে
কোনো MCI স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে MBBS করা থাকতে হবে।

বয়স – এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 01/01/2024 তারিখ অনুযায়ী 62 বছর বা তার কম।

বেতন : উল্লেখিত পদের ক্ষেত্রে সফল ভাবে কর্মরত প্রার্থীদের মাসিক 60000 টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – উক্ত পদের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ করা হবে।

আবেদনের শেষ তারিখ 29/02/2024
বিশদে জানতে ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখুন

notificationদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad