Wb Surveyor Recruitment 2024 : সরকারি সার্ভে করার কর্মী নিয়োগ রাজ্যের গ্রামে গ্রামে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

Published On:

Wb Surveyor Recruitment 2024 : দারুণ সুখবর রয়েছে রাজ্যের গ্রামীণ স্তরের চাকরিপ্রার্থীদের জন্য। সম্প্রতি সোসাইটি ফর হেলথ এন্ড ডেমোগ্রাফিক সার্ভাইলেন্স সংস্থার পক্ষ থেকে সার্ভেয়ার পদে কর্মী নিয়োগের জন্য বিশেষ ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে। এখানে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন জানাতে পারবেন। এখানে আবেদনের ক্ষেত্রে বিবাহিত মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

পদের নাম— সার্ভেয়ার

শূন্যপদ— ২২টি

শিক্ষাগত যোগ্যতা— উক্তপদে (Wb Surveyor Recruitment 2024) আবেদন জানানোর জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত বোর্ড কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি স্থানীয় ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের।

মাসিক বেতন— সংশ্লিষ্ট নিয়োগের চুক্তি অনুযায়ী

প্রত্যেক প্রার্থীকে

মাসিক ১২,৫০০ টাকা বেতন প্রদান করা হবে।

বয়সসীমা— সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি— এখানে (Wb Surveyor Recruitment 2024) প্রার্থীদের আলাদা ভাবে আবেদনপত্র জমা করার প্রয়োজনীয়তা নেই। ইন্টারভিউর তারিখে প্রার্থীদের নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলি উল্লেখ করে নিজের হাতে লেখা আবেদনপত্র এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রমাণপত্রের অরিজিনাল কপি সঙ্গে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর ঠিকানা— রুম নম্বর ২৪, রোনাল্ড ট্রাস্ট বিল্ডিং, চতুর্থ ফ্লোর, এসএসকেএম হাসপাতাল (পিজি), কলকাতা –

ইন্টারভিউ তারিখ— ২৬শে জুন, ২০২৪

Official Notification:Download Now

Official Website:Click Here

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad