WB Teacher Recruitment 2024: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্যে সুখবর, রাজ্যের একটি স্কুলে বিভিন্ন শূন্যপদের জন্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন করতে পারবে। অষ্টম পাস যোগ্যতায় পাওয়া যাবে চাকরি এছাড়াও উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্র্যাজুয়েট যোগ্যতায় করা যাবে আবেদন।
আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় জামিন কোন কোন পদে নিয়োগ, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়স কত হতে হবে, বেতন কিরকম দেওয়া হবে ইত্যাদি।
যে যে পদে নিয়োগ করা হবে সেগুলো হলো 1) Asst. Teacher, 2) Drawing Teacher,3) Craft Instructor,4) Librarian 5) Sweeper । এই সকল পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স কত হতে হবে, মাসিক বেতন কিরকম দেওয়া হবে আসুন একে একে জেনে নিই।
পদের নাম (WB Teacher Recruitment 2024) – Asst. Teacher
শূন্য পদের সংখ্যা – 01টি সাধারণ শ্রেণীর জন্যে।
বয়স– এই পদে আবেদন করার জন্য আবেদনকারির বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছর পর্যন্ত হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে
শিক্ষাগত যোগ্যতা – উপরিউক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে। সাথে মুক ও বধিরদের শিক্ষা দানের বিষয়ে কোনো প্রকার ডিগ্রি বা ডিপ্লোমা সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নূন্যতম 1বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো
বেতন – পে লেভেল 11 অনুসারে বেতন 33400 থেকে 86100
পদের নাম – ড্রইং টিচার
শূন্য পদের সংখ্যা – 01টি
বয়স– এই পদে আবেদন করার জন্য আবেদনকারির বয়স বলা হয়েছে ৩৯ বছরের মধ্যে হতে হবে । তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে
শিক্ষাগত যোগ্যতা – উপরিউক্ত পদে( WB Teacher Recruitment 2024) আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর 5 বছরের ডিপ্লোমা পাস অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উক্ত বিষয়ের ওপর গ্র্যাজুয়েট পাস হতে হবে। সাথে নূন্যতম 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো
বেতন – পে লেভেল 10 অনুসারে বেতন 32100 থেকে 82900
পদের নাম – Craft Instructor (WB Teacher Recruitment 2024)
শূন্য পদের সংখ্যা – 01টি এসসি শ্রেণীর জন্যে।
বয়স– এই পদে আবেদন করার জন্য আবেদনকারির বয়স বলা হয়েছে 40 বছরের মধ্যে হতে হবে । তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে
শিক্ষাগত যোগ্যতা – উপরিউক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে সাথে সেলাই এর ওপর অ্যাডভান্স ডিপ্লোমা ও ক্রাফট এর ওপর সার্টিফিকেশন থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট কাজের ওপর ITI এর সার্টিফিকেট থাকলে ভালো।
বেতন – পে লেভেল 6 অনুসারে বেতন 22700 – 58000 টাকা।আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ও বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখুন তারপর আবেদন করুন। পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা আলাদা রয়েছে, অতএব অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখুন।
পদের নাম – লাইব্রেরিয়ান (WB Teacher Recruitment 2024)
শূন্য পদের সংখ্যা – 01টি
বয়স– এই পদে ( WB Teacher Recruitment 2024 ) আবেদন করার জন্য আবেদনকারির বয়স বলা হয়েছে 39 বছরের মধ্যে হতে হবে । তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে
শিক্ষাগত যোগ্যতা – উপরিউক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই লাইব্রেরী সাইন্স এর ওপর ডিগ্রি বা ডিপ্লোমা অথবা সার্টিফিকেশন করা থাকতে হবে।
বেতন – পে লেভেল 10 অনুসারে বেতন 32100 থেকে 82900। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখুন তারপর আবেদন করুন। পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা আলাদা রয়েছে, অতএব অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখুন।
আরো পড়ুন: এবার হতে চলেছে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি
পদের নাম – Sweeper ( WB Teacher Recruitment 2024)
শূন্য পদের সংখ্যা – 01টি
বয়স– এই পদে আবেদন করার জন্য আবেদনকারির বয়স বলা হয়েছে 39 বছরের মধ্যে হতে হবে । তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে
শিক্ষাগত যোগ্যতা – উপরিউক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ক্লাস viii পাস হতে হবে
বেতন – পে লেভেল 1 অনুসারে বেতন 17000 থেকে 43600 । আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ও বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখুন তারপর আবেদন করুন। পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা আলাদা রয়েছে, অতএব অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখুন।
আবেদন পদ্ধতি – আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে । সেক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তির শেষে থাকা আবেদন ফর্মটি প্রিন্ট করে তা সঠিকভাবে ফিলাপ করতে হবে। এরপরবিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে । নীচে অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির লিংক দেওয়া হলো।