WBP Constable Recruitment 2024 : চলতি বছরের লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এই বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজ্যের প্রায় ১২ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী এই পদগুলির জন্য আবেদন জানিয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া অপরিবর্তিত থাকলেও রাজ্য পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিতে আনা হয়েছে খানিক বদল। চলুন জেনে নেওয়া যাক।
১২ লক্ষের বেশি পরীক্ষার্থী জানিয়েছেন আবেদন
ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে, তবে আবেদন প্রক্রিয়া শেষ হতে না হতেই গোটা রাজ্য জুড়ে চলছে লোকসভা ভোটের প্রক্রিয়া। চলতি বছরের ১লা জুন লোকসভা ভোটের অন্তিম পর্যায়ের ভোট গ্রহণ শেষ হওয়ার পর আগামী ৪ঠা জুন প্রকাশিত হবে লোকসভা ভোটের ফলাফল। ভোটের ফলাফল প্রকাশের পরই রাজ্য সরকার, রাজ্যের বিভিন্ন নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ইত্যাদি পরীক্ষা। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্র অনুযায়ী, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য এবার প্রায় ১২ লক্ষের বেশি পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন। সম্ভবত আগস্ট মাস থেকে পুলিশ রিক্রুটমেন্ট -এর জন্য লিখিত পরীক্ষাগুলি আয়োজন হতে পারে বলে জানা গেছে (WBP Constable Recruitment 2024)।
কীভাবে পরীক্ষা নেওয়া হবে?
এবারের রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার পরিবর্তে একটি মাত্র লিখিত পরীক্ষার আয়োজন করা হবে বলেই জানানো হয়েছে। পূর্ববর্তী মেন পরীক্ষার সিলেবাস অনুযায়ী মোট ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে বলে জানানো হয়েছে। আর এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন শারীরিক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়। অপরদিকে, কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট -এর জন্য প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা তারপর শারীরিক যোগ্যতার পরীক্ষা এবং শেষে মেন্স পরীক্ষা আয়োজিত হবে। রাজ্য সরকার আগস্ট এবং সেপ্টেম্বর দুই মাস জুড়েই এই নিয়োগের পরীক্ষাগুলি আয়োজন করতে পারে বলে মনে করা হচ্ছে (WBP Constable Recruitment 2024)।