WBPRB Kolkata Police Constable Syllabus 2024 : কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 , পরীক্ষার বিস্তারিত প্যাটার্ন দেখুন

Published On:

WBPRB Kolkata Police Constable Syllabus 2024: WBPRB অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড, কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই এই পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীদের পুলিশ কনস্টেবল সিলেবাস সম্পর্কে ভালো ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। আজকের প্রতিবেদনে আমরা পুলিশ কনস্টেবল সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

WBPRB Kolkata Police Constable Syllabus 2024

পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড (WBPSC), পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন পদে নিয়োগের জন্য কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা পরিচালনা করে। কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 WBPRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ www.wbpolice.gov.in-এ প্রকাশিত হয়েছে। প্রার্থীরা এখান থেকে কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2024 পড়তে পারেন। আগ্রহী প্রার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে যেই বিষয়গুলি সর্বপ্রথম করতে হয় তার মধ্যে একটি হলো পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে একটি সঠিক ধারণা তৈরী করে নেওয়া। আজকের প্রতিবেদনে চলতি বছরের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার সম্পূর্ণ Syllabus এবং Exam Pattern আলোচনা করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

নিয়োগ সংস্থা – পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড (WBPRB)

পদের নাম – কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল

বিষয় – কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস

কর্মসংস্থানের জায়গা – কলকাতা

নির্বাচন প্রক্রিয়া – প্রিলিমিনারি, PMT PET, ফাইনাল লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউসরকারী

ওয়েবসাইট – www.wbpolice.gov.in

WBPRB Kolkata Police Constable Syllabus 2024

Kolkata Police Constable-এর জন্য Preliminary, PMT PET, Final Written Test, এবং Interview-মোট এই চারটি পর্যায় রয়েছে। আগ্রহী প্রার্থীরা Preliminary, PMT PET, Final Written Test, এবং Interview-এর জন্য সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Kolkata Police Constable Exam Pattern 2024: Preliminary

SL.NO.       Subject       No. of Question      Marks
   1       GeneralAwareness       40               40
           and General Knowledge
   2   Elementary Mathematics  30                30
         (Madhyamik standard)
  3                  Reasoning               30               30
                          Total                  100               100

পরীক্ষার সময়: 1 ঘন্টা

নেগেটিভ মার্কিং: 0.25

প্রশ্নপত্রের ভাষা: বাংলা ও নেপালি

Kolkata Police Constable Syllabus 2024: Preliminary

যে সকল প্রার্থীরা 2024 সালের Kolkata Police Constable Exam 2024 পরীক্ষাতে আবেদন করবেন, সেই সকল পরীক্ষার্থীদের অবশ্যই Kolkata Police Constable Syllabus 2024 সম্পর্কে একটি সঠিক ধারণা থাকা দরকার। তাই সেই সকল প্রার্থীদের সুবিদার্থে সর্বশেষ আপডেট অনুযায়ী Kolkata Police Constable Syllabus নিচের দেওয়া হয়েছে–

1) Subject – Elementary Mathematics (Madhyamik
standard)

Topic –  Number Systems, Interest,  Discount, Ratio and Proportion, Averages., Percentages., Profit and Loss, Ratio and Time, Mensuration, Fundamental arithmetical operations, Time and Work, Time and Distance, The relationship between Numbers, Decimals and Fractions, Use of Tables and Graphs, Computation of Whole Numbers

2) Subject – General Awareness And General Knowledge

Topic – Politics, Science, Economics, Current Events, Inventions and Discoveries, Geography, History, Culture and Art

3) Subject – Reasoning

Topic – Statement & Condition, Statements & Conclusions, Calendars, Quant-Based Reasoning etc, Linear Sequencing, Selections, Directions, Ordering & Sequencing, Routes & Networks, Blood Relations, Cubes, Binary Logic, Seating Arrangement

Kolkata Police Constable Exam Pattern 2024:  Final Written Test

ফাইনাল লিখিত পরীক্ষায় 85টি MCQ ধরনের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নেগেটিভ মার্কিং রয়েছে। পরীক্ষার সময়কাল হবে 1 ঘন্টা। ইংরেজি ভাষার প্রশ্ন ছাড়া দুটি ভাষায় (বাংলা ও নেপালি) প্রশ্নপত্র সেট করা হবে।

SL.NO.       Subject       No. of Question      Marks
   1       GeneralAwareness       25                    25
           and General Knowledge
   2   Elementary Mathematics   25                   25
         (Madhyamik standard)
                     
  3                  Reasoning               25                    25
  4                    English                   10                    10
               and Logical Analysis 
                          Total                        85               85

Kolkata Police Constable Syllabus 2024: Final Written Test

1) Subject – Elementary Mathematics (Madhyamik
standard)

Topic – Number Systems, Interest,  Discount, Ratio and Proportion, Averages., Percentages., Profit and Loss, Ratio and Time, Mensuration, Fundamental arithmetical operations, Time and Work, Time and Distance, The relationship between Numbers, Decimals and Fractions, Use of Tables and Graphs, Computation of Whole Numbers

2) Subject – General Awareness And General Knowledge

Topic – Politics, Science, Economics, Current Events, Inventions and Discoveries, Geography, History, Culture and Art

3) Subject – Reasoning

Topic – Statement & Condition, Statements & Conclusions, Calendars, Quant-Based Reasoning etc, Linear Sequencing, Selections, Directions, Ordering & Sequencing, Routes & Networks, Blood Relations, Cubes, Binary Logic, Seating Arrangement

4) Subject – English

Topic – Grammar, Opposite, Spelling, Synonyms, Idioms and phrases, Word Substitution, Improve sentences, Direct and indirect, Action and active, Passive voice, Detect misspelled words, and Close passage.

Kolkata Police Constable 2024 Interview

Kolkata Police Constable 2024 নিয়োগের ফাইনাল পর্যায় হলো ইন্টারভিউ। কলকাতা পুলিশে ১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়।

কীভাবে কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস PDF 2024 ডাউনলোড করবেন?

Kolkata Police Constable Syllabus PDF 2024 ডাউনলোড করার জন্য প্রথমে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট kolkatapolice.gov.in বা নিয়োগের ওয়েবসাইট www.wbpolice.gov.in এ  গিয়ে বিজ্ঞপ্তির সিলেবাস বিভাগটি দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিতভাবে  Kolkata Police Constable Syllabus PDF 2024 প্রদান করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad