WBPSC Food SI Admit Card 2024: কবে পাবেন অ্যাডমিট কার্ড? ডাউনলোড পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন !

Published On:

News Desk : এবার রাজ্য পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে (WBPSC Food SI Admit Card 2024)। কবে থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য রইলো আজকের প্রতিবেদনে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

পরীক্ষা শুরু কবে?

চলতি বছরের ১৬ এবং ১৭ই মার্চ, আয়োজিত হতে চলেছে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা (WBPSC Food SI Admit Card 2024)। পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা প্রকাশিত একটি হলফনামায় জানানো হয়েছে যে, এবার পরীক্ষার্থীদের সংখ্যা অত্যাধিক বেশি হওয়ায় দুইদিন ধরে এই নিয়োগের পরীক্ষা চলবে। কমিশন সূত্রে খবর, রাজ্যের প্রায় ১৩ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন। যে সময় ফর্ম ফিলাপ হয়েছিল, তার অনেক পরে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এখন আবেদনকারী চাকরিপ্রার্থীরা কবে পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পাবেন তার অপেক্ষা। WBPSC Food SI Admit Card 2024

আরো পড়ুন :- Ssc Gd অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলো। জানুন বিস্তারিত

কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে?

কমিশনের সূত্রে জানা গেছে যে, চলতি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ কিংবা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হতে পারে। সাধারণত এই ধরনের পরীক্ষাগুলিতে ৭ থেকে ১০ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ ঘোষণা করা হয়। এক্ষেত্রেও ওই একই পদ্ধতিতে পরীক্ষার সপ্তাহখানেক আগে অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ প্রকাশ করা হবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে সকল আবেদনকারী চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। WBPSC Food SI Admit Card 2024

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ড (Food SI Admit Card Download 2024) প্রকাশ পাওয়ার পর প্রার্থীরা নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করে অনায়াসে নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই পদ্ধতি। চাকরিপ্রার্থীদের প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডানদিকে প্রদর্শিত Candidates Corner বক্সের তিন নম্বর অপশনে DOWNLOAD ADMIT-CARD (FOR WRITTEN/ SCREENING TEST) লেখাটির উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে সাম্প্রতিক পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করার লিংক দেখতে পাওয়া যাবে। এরপর পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষার নামের পাশের ডানদিকে CLICK HERE অপশনে ক্লিক করলে পরবর্তী পেজটি খুলে যাবে এবং সেই পেজে আবেদন করার সময় প্রাপ্ত এনরোলমেন্ট নম্বর অথবা নিজের নাম এবং জন্মতারিখ দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে প্রদর্শিত হবে। এরপর স্ক্রিনের উপরের ডানদিকে থাকা ডাউনলোড আইকনটি ক্লিক করলে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad