WBPSC Food SI Practice Set -1 : সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) Food SI পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভরকরে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set-1)
Food SI পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে।SSC Tricks আয়োজিত WBPSC Food SI Practice Set-এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set -1)
প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিক ভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set -1)
আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
➤ গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে বর্তমান ?
[A] যকৃতে
[B] বৃকে
[C] ফুসফুসে
[D] থাইরয়েডে
Answer:- [B] বৃকে
➤ মহম্মদ ঘোরির হাতে চাঁদোয়ার যুদ্ধে জয়চন্দ্র পরাজিত হন :
[A] 1190
[B] 1192
[C] 1194
[D] 1196
Answer:- [C] 1194
➤ স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ হলেন :
[A] ডি.পি. খৈতান
[B] জি. ভি. মাডলঙ্কর
[C] আল্লাদী কৃষ্ণস্বামী আয়ার
[D] কে. এম. মুন্সী
Answer:- [B] জি. ভি. মাডলঙ্কর
➤ ‘দেওয়ান-ই-আমির-ই-কোহী’ কে গঠন করেন ?
[A] আলাউদ্দিন খলজি
[B] বলবন
[C] মহম্মদ বিন তুঘলক
[D] গিয়াসউদ্দিন
Answer:- [C] মহম্মদ বিন তুঘলক
➤ সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরেও কিছুক্ষণ সূর্যকে দেখা যাওয়ার কারণ হল :
[A] বিচ্ছুরণ
[B] বিক্ষেপণ
[C] অপবর্তন
[D] প্রতিসরণ
Answer:- [D] প্রতিসরণ
➤ অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন ?
[A] বিপিনচন্দ্র পাল
[B] গোখলে
[C] আর.সি. দত্ত
[D] এম.এ.ম মালব্য
Answer:- [C] আর.সি. দত্ত
➤ অ্যাসকারিসের রেচন অঙ্গ :
[A] ক্লোরাগোজেন কোশ
[B] ইউরেট কোশ
[C] রেনেট কোশ
[D] ফ্লেমকোশ
Answer:- [C] রেনেট কোশ
➤ 1605 সালে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল ?
[A] গোয়া
[B] সুরাট
[C] গুজরাত
[D] মুসলি পত্তনম
Answer:- [D] মুসলি পত্তনম
➤ কে International Civil Aviation Organization (ICAO)-এ ভারতের প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন ?
[A] সমীর ঝাঁ
[B] মৃত্যুঞ্জয় দাস
[C] অংশুমালী রাস্তগী
[D] শশীভূষণ শৰ্মা
Answer:- [C] অংশুমালী রাস্তগী
➤ সংকরায়ণ কালে পুষ্প থেকে স্ট্যামেন অপসারণ পদ্ধতিকে বলে :
[A] সেলফি
[B] ক্রসিং
[C] ম্যাপিং
[D] ইমাসকুলেশান
Answer:- [D] ইমাসকুলেশান
➤ Solar Energy Corporation of India Limited
(SECI)-এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ?
[A] সৌগত রায়
[B] অজয় যাদব
[C] কিরণ শেখর
[D] মেহেবুব আহমেদ
Answer:- [B] অজয় যাদব
➤ ক্ষার দ্রবণে ফেনলপ্থ্যালিনের বর্ণ হয় :
[A] হলুদ
[B] নীল
[C] বর্ণহীন
[D] গোলাপি
Answer:- [D] গোলাপি
➤ বালটোরো হিমবাহ অবস্থিত :
[A] কারাকোরাম পর্বতশ্রেণিতে
[B] পামির মালভূমিতে
[C] শিবালিক পর্বতশ্রেণিতে
[D] আল্পস পর্বতশ্রেণীতে
Answer:- [A] কারাকোরাম পর্বতশ্রেণিতে
➤ ভারতীয় অর্থনীতির সেবা ক্ষেত্রে :
[A] GDP-র 33%-এর বেশি উৎপাদিত হয়
[B] GDP-র 40% এর বেশি উৎপাদিত হয়
[C] GDP-র 42% এর বেশি উৎপাদিত হয়
[D] GDP-র 50% এর বেশি উৎপাদিত হয়
Answer:- [D] GDP-র 50% এর বেশি উৎপাদিত হয়
➤ হাম্পি কি জন্য বিখ্যাত ?
[A] এটি গোলকুণ্ডার রাজধানী ছিল
[B] এখানে মধ্যযুগের বৃহত্তম আস্তাবল ছিল
[C] এটি ছিল ভারতীয় মহাকাব্যের ফারসি অনুবাদ
[D] এটি বিজয়নগরের রাজধানী ছিল
Answer:- [D] এটি বিজয়নগরের রাজধানী ছিল
➤ কোন ক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসঙ্গে ঘটে ?
[A] বায়ুতে ম্যাগনেশিয়াম জ্বালানো হল
[B] মোমবাতি জ্বালানো হল
[C] কয়লা জ্বালানো হল
[D] খড় জ্বালানো হল
Answer:- [B] মোমবাতি জ্বালানো হল
➤ নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] তামিলনাডু
[D] কৰ্ণাটক
Answer:- [C] তামিলনাডু
➤ ভারতের পরিকল্পনার যুগে কোন পরিকল্পনার সময়কালকে ‘জল বিভাজনে রেখা’ (water shade line ) হিসাবে গণ্য করা যেতে পারে ?
[A] সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[B] অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
[C] নবম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা
[D] দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
Answer:- [B] অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
DM Office New Job 2024 : সুখবর ! এবার হতে চলেছে DM অফিসে কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি
➤ কোন্ নদীর গতিপথে মাজুলি দ্বীপটি অবস্থিত ?
[A] গঙ্গা
[B] সিন্ধু
[C] ব্ৰহ্মপুত্র
[D] কৃষ্ণা
Answer:- [C] ব্ৰহ্মপুত্র
➤ 1 কিলোওয়াট-ঘণ্টা =
[A] ➤ 2 x 10 ক্যালোরি
[B] ➤ 6 x 10^ ক্যালোরি
[C] ➤ 6 x 10 ক্যালোরি
[D] 3600 ক্যালোরি
Answer:- [C] ➤ 6 x 10 ক্যালোরি