WBPSC food SI tips: কিভাবে প্রস্তুত করবেন নিজেকে? জানুন বিশদে।

Published On:

WBPSC food SI tips: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফে খাদ্য বিভাগের অধীনে এস আই নিয়গের বিজ্ঞপ্তি জারি করা হয়। যে সকল শিক্ষিত বেকার যুবক যুবতী সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্যে এটি এক সুবর্ন সুযোগ। WBPSC এর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার। একটি নির্দিষ্ট কৌশলগত প্রক্রিয়া সাথে কঠোর অধ্যবসায়ের মাধ্যমেই সাফল্য আসতে পারে। আজকের প্রতিবেদনে এই এই পরীক্ষায় সাফল্য লাভের জন্যে প্রস্তুতির কিছু টিপস আলোচনা করা হলো।

WBPSC ফুড SI সম্পর্কে ধারণা (WBPSC food SI tips) – WBPSC – ফুড SI পরীক্ষাটি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা সংঘটিত ও পরিচালিত হয় থাকে। এই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ প্রার্থীদের খাদ্য বিভাগের অধীনে নিয়োগ কর হয়ে থাকে। পরীক্ষাটি দুটি পর্যায় সম্পন্ন হয়ে থাকে 1) লিখিত পরীক্ষা 2) ইন্টারভিউ । লিখিত পরীক্ষাটি MCQ টাইপের এই পরীক্ষাটির মাধ্যমে প্রার্থীদের সাধারন জ্ঞান ও বুদ্ধিমত্তা যাচাই করা হয়। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে ডাকা হয় ইন্টারভিউতে যেখানে প্রার্থীদের পার্সোনালিটি চেক করা হয়। এই দুই পর্যায় প্রার্থীদের পার্ফরম্যান্স এর নিরিখে বিচার করে অন্তিম বাছাই করা হয়।
Exam typeSubjectType of QuestionsTotal marksDuration
লিখিত পরীক্ষাপাটি গণিতMCQ5090 মিনিট
জেনারেল স্টাডিজMCQ50
ইন্টারভিউ20

কিভাবে WBPSC ফুড SI পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন? একটি সঠিক ও সুনির্দিষ্ট পদ্ধতিতে নেওয়া প্রস্তুতির মাধ্যমে আসতে পারে সাফল্য। একটি নির্দিষ্ট কৌশলগত প্রক্রিয়া সাথে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে এই পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব। যে সকল পরীক্ষার্থীদের WBPSC ফুড SI পরীক্ষার জন্য ভালোভাবে পরীক্ষার  প্রস্তুতি নিতে চাইছেন বা নেবেন তাদের কথা মাথায় রেখে আজকের প্রতিবেদনে কিছু টিপস দেওয়া হলো যা আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো উন্নত করবে।(WBPSC food SI tips)

পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানুন WBPSC দ্বারা পরিচালিত ফুড SI পরীক্ষার জন্য একটি সুনির্দিষ্ট প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে এই পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে সঠিক জ্ঞান থাকাটা জরুরি । WBPSC ফুড SI পরীক্ষায় সাফল্য পেতে হলে প্রথমেই সিলেবাস এবং এই সিলেবাসের ওপর ভিত্তি করে(WBPSC food SI tips) পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে তার একটি পরিষ্কার ধারণা থাকা এবং সেই পাঠ্যসূচির সর্বশেষ সংস্করণের ওপর ভিত্তি করে কঠোর ভাবে অধ্যয়ন করা প্রয়োজন।(WBPSC food SI tips)

WBPSC ফুড SI বিগত বছরের পেপার বিশ্লেষণ ও সমাধান করুন – WBPSC এর ফুড SI পদের পরীক্ষায় সাফল্য লাভ করতে বা কি ধরনের প্রশ্ন আসে সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেতে হলে এই পরীক্ষার বিগত বছরের প্রশ্ন পত্র গুলির সমাধান করতে হবে। তাহলেই এই পরীক্ষার সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির সম্পর্কে একটি ধারণা আসবে যা আত্মবিশ্বাস বাড়াতে কাজে লাগবে। সেই কারণে যত বেশি করে সম্ভব বিগত বছর গুলির প্রশ্নপত্র গুলির সমাধান করা দরকার।(WBPSC food SI tips)

WBPSC ফুড SI পরীক্ষার একটি সঠিক নিয়মে অধ্যয়ন পরীক্ষার্থীদের নিজেদের পড়াশুনা, সামাজিক এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পরীক্ষার্থীদের একটি সময়সূচী তৈরি করতে হবে যেখানে সমস্ত কাজের সাথে সাথে WBPSC ফুড SI পরীক্ষার প্রস্তুতিটিও তারা যাতে চালিয়ে যেতে পারেন।(WBPSC food SI tips)

একটি সময়সূচী সেট করুন এবং প্রতিদিন অধ্যয়ন করুন পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য একটি সুনির্দিষ্ট সুদূর প্রসারী পরিকল্পনা করা দরকার তার সাথে দরকার সুপরিকল্পিত টাইম ম্যানেজমেন্ট বা স্টাডি প্ল্যান। পরীক্ষার্থীদের নিয়মিত ভাবে নিজেদের সময়ের 75 শতাংশ পড়াশোনা, পেপার সলভিং, অনুশীলনের মধ্যে থাকাটা জরুরি।(WBPSC food SI tips)

আরো পড়ুন: বিডিও অফিসে কর্মী নিয়োগ!

পুনর্বিবেচনার জন্য ছোট নোট তৈরি করুন, প্রতিদিন সংশোধন করুন পরীক্ষায় সাফল্য পেতে হলে প্রথমেই নির্ধারণ করতে হবে কোন কোন বিষয় গুলি গুরত্বপূর্ন এবং কোন কোন বিষয় গুলি গুরত্বপূর্ন নয় সেই হিসেবে স্টাডি নোট তৈরি করাটা জরুরি।

1) স্টাডি নোট তৈরি করলে বিষয় সম্পর্কে একটি ধারণা তৈরি হয়ে যায়। সাথে মনোযোগী হতে সাহায্য করে। 2) প্রতিটি বিষয়ের ওপর দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। রিভিশনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়তে থাকে। প্রতিটি বিষয়ে বারবার রিভাইস করাটা জরুরী এবং রিভিশনের মাধ্যমে পূর্বে অধ্যয়ন করা বিষয় গুলির ওপর সমানভাবে নজর দেওয়া বা মনে রাখা সম্ভব যা শুধু মাত্র একবার পড়লে থাকেনা। গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে বা পুনরায় সংশোধন করতে প্রার্থীরা স্টাডি নোটের সাহায্য নিতে পারেন। এটি অধ্যয়নে সাহায্য করবে।

WBPSC ফুড SI পরীক্ষায় সাফল্য অর্জনের জন্যে দৈনিক কুইজ অনুশীলন করা আবশ্যক – দৈনিক কুইজ আপনাকে বিষয়গুলিকে সংশোধন করতে এবং আপনার দুর্বলতা গুলিকে কাটিয়ে উঠে নিজেদের পারফরম্যান্সকে আরো উন্নত করতে সহায়তা করবে। MCQ পরীক্ষায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয় তাই প্রস্তুতি পর্বে এই বিষয়টির ওপর নজর দেওয়া খুব জরুরী। সময় ধরে বিষয় ভিত্তিক কুইজ প্রশ্ন গুলির সমাধান করতে পারেন। সাথে সবচেয়ে গুরুত্বপুর্ণ যে বিষয় সেটি হলো মক টেস্ট। যে কোনো পরীক্ষার জন্য মক টেস্ট হলো অনুশীলনের সর্বোত্তম উপায়। যত বেশি মক টেস্ট করা হবে তত বেশি আত্মবিশ্বাস বাড়বে সাথে বিষয়গুলির ওপর দখল বৃদ্ধি পাবে। তাই যে পরীক্ষায় মনোনিবেশ করছেন তার জন্য প্রতিদিন একটি মক টেস্ট করার অভ্যাস করুন।

আপনার প্রস্তুতির স্তর বিশ্লেষণ করুন এবং নির্ভুলতা বজায় রাখুন যেহেতু WBPSC ফুড SI পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিং আছে সেক্ষেত্রে প্রস্তুতির সময় যতটা সম্ভব নির্ভুলতার ওপর জোর দিন এবং প্রতিদিন নিজেকে আরো উন্নত করে তুলুন।(WBPSC food SI tips)

WBPSC ফুড SI পরীক্ষার জন্য প্রস্তুতির কয়েকটি পয়েন্ট
প্রার্থীদের অবশ্যই সমস্ত বিভাগে সমস্ত বিষয় সংশোধন করতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই পজেটিভ থাকাটা প্রয়োজন।
পরীক্ষার্থীদের নিয়মিতভাবে প্রতিদিন পরীক্ষার জন্য পড়াশোনাটা চালিয়ে যাওয়া জরুরী।
পড়াশোনার মাঝে হঠাৎ করে ছেদ করাটা পড়াশোনার অভ্যাসকে বিলম্বিত করে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের কম্পিটিশনে পিছিয়ে পড়ার প্রবণতা তৈরি হয়।
নিজের পজিটিভ মনোভাব কে বজায় রাখতে ধ্যান এবং নির্দিষ্ট সময়ের শরীরচর্চা করতে পারেন।

সিলেবাসদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad