West Bengal NMMS : প্রকাশিত হয়েছে West Bengal NMMS 2023 অ্যানসার কি! কারা পায় এই স্কলারশিপ?

Published On:

News Desk : সম্প্রতি প্রকাশিত হয়েছেওয়েস্ট বেঙ্গল ন্যাশানাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সাম (NMMS) 2023 অ্যানসার কি অর্থাৎ উত্তর সূত্র, যেটি প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর। এই স্কলারশিপ পরীক্ষায় যারা বসেছিলেন, তারা wbsed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে বিষয়টি জেনে নিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক ন্যাশানাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

ন্যাশানাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সাম কী?

অষ্টম শ্রেণির যোগ্য ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই পরীক্ষার মাধ্যমে প্রতি বছর নির্বাচিত এক লক্ষ নবম শ্রেণির ছাত্র-ছাত্রীকে বার্ষিক ১২,০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।

কারা এই পরীক্ষার অংশগ্রহণ করতে পারেন?

এই স্কলারশিপের জন্য পড়ুয়াদের সরকারি স্কুল, সরকার পোষিত স্কুল, মাদ্রাস সহ সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা যারা সপ্তম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে তারা NMMS পরীক্ষায় অংশ নিতে পারবে। এসসি, এসটি পড়ুয়াদের জন্য ৫ শতাংশ ছাড় রয়েছে। শিক্ষার্থীদের বাবা মায়ের বার্ষিক আয় ৩,৫০,০০০টাকার কম হতে হবে অর্থাৎ বাবা মায়ের বার্ষিক আয় ৩,৫০,০০০এর বেশি হলে এই স্কলারশিপ মিলবে না। আবেদনের সঙ্গে তাদের আয়ের শংসাপত্র দাখিল করতে হবে। বার্ষিক আয়ের প্রমাণ হিসাবে বেতনভোগী ব্যক্তির জন্য আগের অর্থবর্ষের ‘Employer Certificate’ এবং বাকিদের জন্য কোনো গেজেটেড অফিসারের কাছ থেকে প্রাপ্ত ‘Income Certificate’ থাকতে হবে।

নোটিশে কী বলা হয়েছে?

অফিসিয়াল নোটিশে উল্লেখ করা হয়েছে, পোর্টালে  ন্যাশানাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ২০২৩ এর সম্ভাব্য উত্তর সূত্র আপলোড করা হয়েছে। এখানে ইমেল ছাড়া কোনোরকম ফিডব্যাক গ্রহণ করা হবে না। উপযুক্ত নথি, তথ্যের উপর ভিত্তি করে হতে হবে সমস্ত ফিডব্যাক, তা না হলে কোনো ফিডব্যাকই গ্রাহ্য করা হবে না। 

কীভাবে আনসার কি উত্তর সূত্র দেখা যাবে?

WB NMMS 2023 এর অফিসিয়াল ওয়েবসাইট wbsed.gov.in গিয়ে সম্পূর্ণ বিষয়টি দেখতে হবে। প্রথমে হোমপেজে গিয়ে MAT & SAT Exam( NMMSE 2023) এ ক্লিক করলে ওই সম্ভাব্য অ্যানসার কির একটা পিডিএফ বেরিয়ে আসবে। আপনি সেটাকে ডাউনলোড করে রাখতে পারেন। তার একটা প্রিন্ট আউটও করে রাখতে পারেন। 

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad