Whatsapp SMS Charge: বর্তমানে মেটার অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, নিজের নতুন নতুন আপডেটের জন্য চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আসলে, হোয়াটসঅ্যাপ ইন্টারন্যাশনাল ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড এর জন্য একটি নতুন ক্যাটাগরি চালু করেছে, যেখানে দাবি করা হচ্ছে যে, ভারতের ব্যবসায়িক বার্তা পাঠানোর খরচ আগের তুলনায় অনেকটাই বাড়বে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কত টাকা বাড়বে এবং কবে থেকে এই নিয়ম চালু হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।
কতটা চার্জ বাড়ছে?
রিপোর্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বিজনেস মেসেজের দাম আগের তুলনায় প্রায় ২০ গুণ বাড়ছে। এসএমএস এর মাধ্যমে যারা ব্যবসা করেন, তাদের পকেটে এবার টান পড়বে বেশ খানেক।
হোয়াটসঅ্যাপ এসএমএস এর জন্য কত টাকা চার্জ বাড়াচ্ছে ?
লোকাল এসএমএসের জন্য আগে টেলিকমিউনিকেশন সংস্থাগুলি ০.১২ পয়সা এবং আন্তর্জাতিক মেসেজের জন্য ৪.১৩ টাকা চার্জ করতো। অপরদিকে হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক এসএমএস করতে খরচ হতো ০.১১ পয়সা। তবে, এখন দাবি করা হচ্ছে যে, এই পরিমাণ বেশ অনেকটাই বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে গ্রাহকদের হোয়াটসঅ্যাপে আন্তর্জাতিক এসএমএস করতে ২.৩ টাকা করে দিতে হবে (Whatsapp SMS Charge)।
নয়া নিয়ম কবে থেকে কার্যকর হচ্ছে ?
চলতি বছরের ১লা জুন থেকে এই নয়া নিয়ম কার্যকর হতে পারে বলে জানা গেছে। এই নিয়ম চালু করা হবে ভারত এবং ইন্দোনেশিয়ায়। এতদিন ধরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টারন্যাশনাল মেসেজ ভেরিফিকেশন চার্জ অনেকটা সস্তা থাকায় ই-কমার্স প্ল্যাটফর্মগুলি হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছিল। এর ফলে ক্ষতির সম্মুখীন হয়েছিল জিও, এয়ারটেলের মতো টেলিকমিউনিকেশন সংস্থাগুলি। এখন কেবল হোয়াটসঅ্যাপ নয়, আমাজন, গুগল এবং মাইক্রোসফটের মতো বিভিন্ন সংস্থাগুলির ক্ষেত্রেও টাকার পরিমাণ বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন:- সুসংবাদ! টাটা কনসালটেন্সি সার্ভিসে ফ্রেশার্সদের চাকরির সুযোগ, জানুন বিস্তারিত
ভারতের ওপরেও কোপ ফেলা হলো কেন?
বিভিন্ন বৈদেশিক সংস্থার জন্য ভারত হলো একটি বড় বাজার। মানুষ আজকাল বড্ড বেশি ডিজিটাল হয়ে পড়ায় দেশে ম্যাসেজিং এন্টারপ্রাইজগুলিতে দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, আর মার্কেট শেয়ারের রেকর্ড প্রায় ৭৬০০ কোটি টাকা হয়েছে। তাই ভারতে এই নিয়ম চালু করা হয়েছে।