Taruner Swapna: কবে থেকে শুরু হবে তরুণের স্বপ্ন মোবাইলের ১০০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া? জানুন শিক্ষা দপ্তরের নয়া আপডেট

Published On:

Taruner Swapna: রাজ্যের সকল ছাত্রছাত্রীদের “তরুণের স্বপ্ন” ট্যাবলেট বা মোবাইলের ১০০০০ টাকা পাওয়া নিয়ে শিক্ষা দপ্তর থেকে জারি করা হলো নিয়া নোটিশ। বিদ্যালয় স্তরে ভেরিফিকেশন (School Level) থেকে ব্লক, জেলা এবং রাজ্য স্তরের ভেরিফিকেশন হওয়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা কবে টাকা পেতে চলেছে সেই সম্পর্কে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। চলতি বছর থেকে ঘোষণা করা হয়েছিল যে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জন্য নয় বরং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও ট্যাবের ১০ হাজার টাকা পাবে। আর একইসঙ্গে দুই ক্লাসের টাকা ছাড়া হবে। আজকের প্রতিবেদনে আমরা সেই টাকাই ছাত্রছাত্রীরা কবে পাবে সে সম্পর্কে বিস্তারিত জানাতে চলেছি  চলুন তবে জেনে নেওয়া যাক।

তরুণের স্বপ্ন ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু

শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত নোটিশে প্রাথমিকভাবে মিটিং এর ব্যাপারে বলা হয়েছে এবং তা ২৫শে আগস্ট এর মধ্যেই হয়ে যাবে। আর আগামী ২৯শে আগস্ট এর মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নির্বাচিত ছাত্র-ছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে। তাদের স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলিতে সিল করে আপলোডের প্রক্রিয়া চলবে। এরপর সেটি ডিআই অফিস (DI) অর্থাৎ স্কুল ইন্সপেকশন অফিস থেকে জেলা স্তরের অনুমোদন এবং পেমেন্ট ফাইল জেনারেট করা হবে ৩০শে আগস্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত। কোনো কোনো ছাত্রছাত্রীর সার্টিফিকেট বা কাগজপত্রের কোনোরকম ভুল থাকলে সেগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে এবং সেগুলি পুনরায় স্কুলের কাছে ফেরত দেওয়া হবে বলেই জানানো হয়েছে (Taruner Swapna)।

কতদিন পর ছাত্র-ছাত্রীদের একাউন্টে টাকা ঢুকবে?

ছাত্রছাত্রীর নামে দেওয়া টাকার বিল জেনারেট করা হবে 4ঠা সেপ্টেম্বর এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ৫ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতিবছরের মতো ফান্ড এবং টাকা ডিসবার্স করা হবে। তবে, ৫ তারিখেই সবাই টাকা পেয়ে যাবে এমন নয়। এটি বিভিন্ন জেলা স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, কারণ প্রথমের দিকের যেসব স্কুলগুলি সাবমিট করবে তারাই ৫ তারিখে টাকা পাবে, এরপর ধাপে ধাপে প্রতিদিন একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ১০ হাজার টাকা অনুদান পেতে থাকবে এবং সেই টাকা সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad