NEET UG 2024 : ডাক্তারির প্রবেশিকা NEET- এর রেজিস্ট্রেশন কবে শুরু হবে? জেনে নিন রেজিস্ট্রেশন পদ্ধতি

Published On:

News Desk : ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA), ইতিমধ্যে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET UG 2024) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ৫ই মে সারা দেশে ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষা হবে, কিন্তু এই পরীক্ষার জন্য কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন এই নিয়ে জল্পনা চলছিল। এর মধ্যেই ঘোষণা করা হলো পরীক্ষার দিনক্ষণ। আসুন জেনে নেওয়া যাক পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে শুরু হবে এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে বিস্তারিত।

এমবিবিএস, বিডিএস-সহ অন্যান্য মেডিক্যাল কোর্সে ভর্তির সুযোগ

মিডিয়া রিপোর্ট অনুসারে,  ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (NEET UG 2024) পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন এই সপ্তাহ থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সি এখনো পর্যন্ত কোনো তারিখ জারি করেনি, তবে শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে খবর। এই পরীক্ষার মাধ্যমে এমবিবিএস, বিডিএস-সহ অন্যান্য মেডিক্যাল কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যাবে।

সিলেবাস একই থাকবে

ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার দিনক্ষণ আগেই ঘোষণা করে দিয়েছে NTA। এই পরীক্ষার সিলেবাস ও FAQ ইতিমধ্যেই ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। ইচ্ছুক পরীক্ষার্থীরা সেটি ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস একই থাকবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষা নিয়ামক সংস্থা জানিয়েছে, NEET UG-র রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে রেজিস্ট্রেশন করবেন।

NEET UG 2024-এর রেজিস্ট্রেশন কীভাবে করবেন?

রেজিস্ট্রেশনের জন্য প্রথমে NEET- এর অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ গিয়ে NEET UG 2024 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত বিবরণ জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময়, প্রার্থীদের ছবি, স্বাক্ষর, শিক্ষাগত নথি, আইডি প্রমাণের স্ক্যান কপি আপলোড করতে হবে। সমস্ত নথিও নির্ধারিত ফরম্যাটে আপলোড করতে হবে। এবার আবেদনপত্র পূরণ করুন এবং ফি জমা দিতে হবে। NEET UG 2024

পরীক্ষার প্যাটার্ন

ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষা ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালাম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু সহ ১৩টি ভাষায় হবে। এই পরীক্ষায় মোট ৭২০ নম্বরের ২০০টি প্রশ্ন থাকবে। এর মধ্যে ১৮০টি প্রশ্ন হবে MCQ ফরম্যাটে। পদার্থবিদ্যা এবং রসায়ন বিভাগে প্রতিটিতে ৪৫টি প্রশ্ন থাকবে, যেখানে জীববিজ্ঞানে ৯০টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় পাশ করলে রাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং হবে প্রার্থীদের।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad