Bank Holidays 2024: জানুয়ারি মাসে কোথায়, কবে, কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন ছুটির তালিকা

Published On:

News Desk : নতুন বছর পড়তে না পড়তেই বিভিন্ন রাজ্যে এক টানা ৩ দিন ব্যাংক বন্ধ ছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত ব্যাংক ছুটির লিস্ট অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে সপ্তাহিক ছুটি এবং বিভিন্ন উৎসব উপলক্ষে সর্বমোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাংক। ১৫ই জানুয়ারি সোমবার দিন মকর সংক্রান্তি উপলক্ষে রাজ্যভিত্তিক ব্যাংক বন্ধ। উত্তরায়ন পূণ্যকলা, মকর সংক্রান্তি, পঙ্গল, মাঘ বিহু ইত্যাদি উৎসবের জন্য কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, সিকিম ও অসম প্রভৃতি রাজ্যগুলিতে ব্যাংক ছুটি থাকবে। মকর সংক্রান্তি উপলক্ষে একটানা ৩ দিন ব্যাংক বন্ধ রয়েছে। ১৩ জানুয়ারি এই মাসের দ্বিতীয় শনিবার হাওয়ায় ব্যাংক  বন্ধ, রবিবার সপ্তাহিক ছুটি, আর সোমবার ১৫ই জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে ব্যাংক ছুটি। রাজ্যভিত্তিকউৎসবের জন্য ভিন্ন ভিন্ন দিন ছুটি থাকে ব্যাংক। এই জানুয়ারি মাসে কবে কবে কোন কোন রাজ্যের ব্যাংকগুলো বন্ধ থাকছে আজকের প্রতিবেদনে রইলো সেই তালিকা।

কবে, কোথায় থাকছে ব্যাংক বন্ধ?

১) আগামীকাল অর্থাৎ ১৬ই জানুয়ারি মঙ্গলবার তামিলনাড়ুতে থাকছে ব্যাংক বন্ধ।
২) ১৭ই জানুয়ার বুধবার চন্ডিগড় ও তামিলনাড়ুতে ব্যাংক বন্ধ থাকছে।
৩) আগামী ২২শে জানুয়ারি সোমবার মণিপুরে ব্যাংক বন্ধ থাকছে।
৪) ২৩শে জানুয়ারি  মঙ্গলবারমণিপুরে ব্যাংক বন্ধ থাকছে।
৫) ২৫শে জানুয়ারি বৃহস্পতিবার তামিলনাড়ুর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে থাকছে ব্যাংক বন্ধ।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার প্রতিটি ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx এ যেতে পারেন। আরবিআইয়ের নিয়ম অনুসারে, তিনটি বিষয়ের ওপর কোনো ব্যাঙ্কের ছুটির দিন নির্ধারণ করা হয়। তিনটি বিষয় যথাক্রমে ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে’ এবং ‘ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস’। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। আসলে, রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে, তবে ব্যাঙ্কগুলির এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে। এখন ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে আপনি ঘরে বসেই টাকা লেনদেন করতে পারেন, তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই ছুটির তালিকা দেখে নিন, না হলে ব্যাঙ্কে গিয়ে নিতান্ত খালি হাতেই ফিরতে হবে আপনাকে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad