News Desk : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্প-এর মাধ্যমে। Yuvashree Prakalpa-কে অনেকে “বেকার ভাতা ” নামে জানেন।
প্রকল্পের নাম — যুবশ্রী প্রকল্প
যুবশ্রী প্রকল্পের যোগ্যতা : পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রতি পরিবারে একজন বেকার সদস্যকে দেয়া হবে। Employment Bank-এ নাম নথিভুক্ত করে রাখতে হবে। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস করতে হবে।
যুবকের বয়স : ১৮-৪৫ বছরের মধ্যে।
এই প্রকল্পে রেজিস্ট্রেশন করার পদ্ধতি —
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।(@employmentbankwb.gov.in )
2. এরপর “New Enrolment Job Seeker” লেখা স্থানে ক্লিক করুন।
3. সমস্ত শর্তাবলী বলে ভালো করে পড়ুন তারপরে “Accept & Continue” করুন।
4. প্রয়োজনীয় নিজের তথ্যগুলো বসিয়ে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন “Submit Button”-এ ক্লিক করে।
5. নাম নথিভুক্ত ঠিক ভাবে হয়ে গেলে সবশেষে “রেজিস্ট্রেশন নম্বর” পাবেন সেটি লিখে রাখুন।
6. নিকটবর্তী “Employment Exchange” অফিসে ৬০ দিনের মধ্যে গিয়ে নিজের নথি গুলো দেখিয়ে প্রোফাইলকে ভেরিফিকেসন করে ফেলুন।
কী কী কাগজপত্র লাগবে — মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট জেরক্স। আধার কার্ডের জেরক্স। ভোটার কার্ড এবং প্যান কার্ড। নিজের ছবি। CV/ বায়োডাটা ,
নিজের ব্যাংক অ্যাকাউন্ট বইয়ের জেরক্স।(প্রথম পেজের)
ভাতার পরিমাণ –— বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা দেওয়া হয়ে থাকে।